আনোয়ারায় গ্যাস লাইনের পাইপ লিকেজে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বিকট আওয়াজে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনোয়ারা কাফকো হাউজিং এলাকার সিইউএফএল সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ হাজার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় কাফকো হাউজিং এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুনের ফুলকি দেখার পর বিকট আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আরিফুজ্জামান বলেন, পাশ্ববর্তী গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার কারণে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল ইসলাম জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার কারণে বর্তমানে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ১১ হাজার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ঘটনার পর ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং কেজিডিসিএল ও কাফকো কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কর্ণফুলী গ্যাস কোম্পানির লোকজন আসলে লিকেজ মেরামত শেষে বিদ্যুৎ লাইন চালু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চার মাদকসেবীকে কারাদণ্ড