আনোয়ারায় গুয়াপঞ্চক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানুষ মানুষের জন্য সবুজের যাত্রা ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অথার্য়নে শিক্ষার্থীদের মাঝে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। সবুজের যাত্রার নির্বাহী পরিচালক ছায়েরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দীন। শেষে বিদ্যালয়ের ২০২১ সালের ৫৩ জন এসএসসি শিক্ষার্থীদের মাঝে ফরম পূরণের জন্য ১ হাজার ৯৬০ টাকা করে ১ লাখ ৩ হাজার ৮৮০ টাকার অনুদানের চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে গাঁজা বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅসামাজিক কার্যকলাপ