বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতে হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আবু চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার আছর নামাজের পর আনোয়ারা মডেল কেন্দ্রীয় জামে মসজিদে আনোয়ারা উপজেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, মো. আলমগীর, নুর আলী, সাবেক ছাত্রনেতা মাসুদুল আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুকসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীরা।