আনোয়ারার বৈরাগ ইউনিয়নে পালিত হয়েছে ধান কাটা উৎসব। গতকাল সোমবার সকালে কৃষকের ধান কেটে এই কর্মসূচি পালন করে ইউনিয়ন যুবলীগ।
জানা গেছে, সকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নেতৃত্বে কৃষক মো. খোকনের ধান কেটে দেন যুবলীগ নেতা মো. হাসান, মো. সোলেমান, জাহেদ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা। যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান বলেন, করোনায় সব পেশার মানুষ ক্ষতিগ্রস্ত। তাই কেন্দ্রীয় সভাপতির নির্দেশে দরিদ্র কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। গত ২ দিন ধরে আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে ধান কেটে দেওয়ায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কৃষক মো. খোকন।