আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার মানববন্ধন ও গতকাল শনিবার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমানের কাছে লিখিত আবেদন জমা দেন স্থানীয় খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়ার ক্ষতিগ্রস্ত মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, মুস্তাফা ছৈয়দ তারেক, নুরুল আবছার, শফি আলম, নুরুল আলম বিল্টু, শেখ মুহাম্মদ সওদাগর, মো.সোহেল প্রমুখ।
স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী জানান, বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়া সড়কটি শত বছরের পুরোনো সড়ক। এখানে টানেল এপ্রোচ সড়কের উত্তর পাশে এলাকার লোকজনের কবস্থান ও দক্ষিণ পার্শে মসজিদ, প্রাথকি বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
টানেল এপ্রোচ সড়কের ভেতর দিয়ে সুড়ঙ্গ সড়ক নির্মাণ না করলে স্থানীয় বাসিন্দাদের কবরস্থান মসজিদ ও বিদ্যালয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই এখানে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের।