আনোয়ারায় ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় ইসলামী ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আব্দুল জলিল চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আনোয়ারার দুই শাখার কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে আনোয়ারার পশ্চিম শাখার সভাপতি মুনির আহমদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আর পূর্ব শাখার সভাপতি হাফেজ আব্দুর রহিম ও ফিরোজ মিয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শাখার সাবেক সভাপতি বদরুজ্জামান নঈমীর সভাপতিত্বে, মোহাম্মদ মুজিবুর রহমান ও নাজিম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সচিব এস এম শাহজাহান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান, নির্বাচন কমিশনার ছিলেন দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন শিবলি। বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম জিহাদি। বক্তব্য রাখেন মুজিবুর রহমান, কাজী বদরুজ্জামান নঈমী, মনির আহমদ আনোয়ারী, হাফেজ আবদুর রহিম, মাস্টার আবদুল হালিম, মাস্টার নুরুল ইসলাম, ফিরোজ মিয়া, মোরশেদ আলম মুন্সি, জামাল উদ্দিন দুদু, মুফতি সৈয়দ হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ এয়াকুব, নুরুল করিম, নাজিম উদ্দিন।উপস্থিত ছিলেণ দেলোয়ার হোসেন,মনিরুল ইসলাম, ইফতেখার হোসেন, শফিকুল আলম,আবদুল মালেক, বোরহান উদ্দিন, আলী জিন্নাহ, শহীদুল ইসলাম, নুরুল করিম রিপন, এস.এম. গোফরান, নাছির উদ্দিন, ইসমাইল হোসেন, মোহাম্মদ শাহেদ,আবু সালাম, হুমায়ুন কবির ছোটন, নেজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকই দিনে ধর্ষণের পর হত্যা করা হয় আরও ২ তরুণীকে
পরবর্তী নিবন্ধসুলতানুল কবির চৌধুরী আজীবন বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন