আনোয়ারায় আড়াইশ কোটি টাকার জমি উদ্ধারের সিদ্ধান্ত

অভিযান পরিচালনায় দুজনকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদান, প্রস্তুতি

এম নুরুল ইসলাম, আনোয়ারা | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় পাউবোর আড়াইশ কোটি টাকার ৬০ একর জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অভিযান পরিচালনার জন্য গত ৩ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম সৈয়দ মাহমুদুল হক আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলআমিন হোসেনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদান করেছেন। দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে বেড়িবাঁধ অবৈধ দখলমুক্ত করে সুরক্ষা ও দুর্নীতিমুক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উপজেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দুই মাসের অধিক সময় ধরে নোটিশ প্রদান ও মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, চূড়ান্ত উচ্ছেদের খবর জানাজানি হওয়ার পর একটি প্রভাবশালী মহল উচ্ছেদ অভিযান বিলম্ব ও ঠেকিয়ে দিতে জোর তৎপরতা চালাচ্ছে। একইসাথে এলাকাবাসী উচ্ছেদ অভিযানে কোনো ভূমিহীন পরিবার ক্ষতিগ্রস্ত হলে তাদের সরকারের বটতলীহাজিগাও আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসনে উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি জানিছেন।

চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আনোয়ারা উপজেলার বাদলপুরা, বন্দর, রাঙ্গাদিয়া, গোবাদিয়া, পশ্চিম তুলাতলী, ফুলতলী, উত্তর পরুয়াপাড়া, দক্ষিণ পরুয়াপাড়া ও গহিরা মৌজার বার আউলিয়া পর্যন্ত ষাট ও নব্বইয়ের দশকে বাপাউবো উপকূলীয় বাঁধ নির্মাণের জন্য বিভিন্ন এলএ মামলা মূলে ভূমি অধিগ্রহণকৃত বিএস রেকর্ডভুক্ত খতিয়ানের বিভিন্ন দাগের অধীনে বাঁধের উপরে অবৈধ দখলদারগণ অস্থায়ী রেস্টুরেন্ট, দোকান, কটেজ, ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা ও ডেইরি ফার্মসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এসব অবৈধ দখলদারকে জরুরি ভিত্তিতে উচ্ছেদের নিমিত্ত এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ ও উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ ফোর্সকে আইনানুগ নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান, কয়েক যুগ ধরে আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বেড়িবাঁধ ও বাঁধের দুই পাশের জমি স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে মৎস্যঘের, ব্যবসা প্রতিষ্ঠান, স্থায়ীঅস্থায়ী স্থাপনা তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে থাকে। গত এক বছরে দখলের প্রতিযোগিতা দেখা গেছে। ৬ মাসের বেশি সময় ধরে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার নোটিশ প্রদান ও মাইকিং করার পরও দখলদাররা কোনো স্থাপনা সরিয়ে নেয়নি। এসব বিষয় সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। অবৈধ দখলদারদের কারণে বেড়িবাঁধের ক্ষতি ও উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন বেড়িবাঁধের দুই পাশে অবৈধ দখলে থাকা ৬০ একর জমি উদ্ধার করতে সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়ে উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনে পাউবো লিখিত আবেদন করে। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশক্রমে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদুল হক উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ৩ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলআমিন হোসেনকে এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ বলেন, আনোয়ারার উপকূল রক্ষা বাঁধ দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে শীঘ্রই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি জানান, আনোয়ারার বন্দর থেকে গহিরার বার আউলিয়া ঘাট পর্যন্ত বেড়িবাঁধের ৫০৬০ একর জমি অবৈধ দখলে থাকায় বাঁধ সংস্কার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি এই বাঁধ রক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উচ্ছেদ অভিযানের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের চিঠি পেয়েছি। তবে কখন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধটানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পরবর্তী নিবন্ধপটিয়ায় দেড় ঘণ্টায় দুই দুর্ঘটনা, দুইজন নিহত