আনোয়ারায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় বটতলী রুস্তম হাটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও বারশত কালিবাড়ির আইডিয়াল ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে সরকারের ৭ম পৃষ্ঠার ৭ম কলাম
বিধিমালা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত ভাবে আনোয়ারায় বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে রুস্তম হাটের জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও বারশত কালিবাড়ি এলাকার আইডিয়াল ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। এসব ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এমনকি স্বাস্থ্য সেবার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না। তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্য সেবার মান ফিরিয়ে আনতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।