বারশত ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ বখতিয়ার রোডের অগ্রণী ব্যাংক সম্মুখ হতে সিইউএফএল সড়ক পর্যন্ত (হাজারা নুর মাতৃসদন সড়ক) দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিগত সরকারের ঘোষণায় গ্রাম হবে শহর এমন কিছু কর্মযজ্ঞে যেখানে বাড়ির সড়ক পর্যন্ত ব্রিক অথবা আরসিসি ঢালাই হয়েছে অথচ মূল সড়কটি এভাবে অবহেলিত থাকার কথা নয়। টানেল সড়কের টোলবক্স নির্মিত হয়েছে এই পশ্চিমচাল মৌজায়। সড়কটি দিয়ে বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, মাদরাসা, মোহছেন আউলিয়া কলেজ, পশ্চিমচাল মাদরাসার কোমলমতি ছাত্ররা সহ বিপুল সংখ্যক মানুষের চলাচল এই সড়ক দিয়ে। তাছাড়া পারকী সমুদ্র সৈকতে যাওয়ার বিকল্প সড়কও এটি। টানেল সড়কে ছোট যানবাহন চলাচল বন্ধ থাকায় চাতরী চৌমুহনী – বন্দর কমিউনিটি সেন্টার –সিইউএফএল সড়ক দিয়ে পারকী সমুদ্র সৈকত তথা গহিরা বার আউলিয়া সড়কের যানবাহন চলাচল অনেকটা যানজটের সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রেই এই রোডটি বিকল্প রোডে পরিনত হবে।
অতএব জরুরি ভিত্তিতে সড়কটি কার্পেটিং করার জোর দাবী জানাই। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।
নুরুল আনোয়ার ইমরান
আনোয়ারা, চট্টগ্রাম।