উৎসবমুখর পরিবেশে আনোয়ারা সরকারি কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক রুবিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মোসলেহ উদ্দীন, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সাইয়েদুল আবরার, প্রশান্ত কুমার চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে কুরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।