আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ৩০ নভেম্বর সকাল দশটায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. ইশতিয়াক ইমন বই পড়া কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আহমদ ছফা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ আজগর আলী, আবদুল গফুর, শেখ আশরাফ, মহিদুল ইসলাম চৌধুরী, পাপিয়া জেসমিন, শেলি দেবী, নুর উল্লাহ, মো. ইলিয়াছ, ইশরাত জাহান, ইন্দ্রাদেবি, টিসু শীলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতার চর্চা, মানবিক মূল্যবোধ জাগরণ, পাঠ অভ্যাস বাড়ানোসহ তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়া কর্মসূচি চালু করা হয়েছে। আশা করি এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবেন। শিক্ষার্থীরা আগামী দিনের আশার আলো, দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে সুন্দরভাবে পড়ালেখার সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। আমি বিশ্বাস করি বই পড়া কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান নাসির উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দিকনির্দেশনায় বিদ্যালয় বিশ্বসাহিত্যের কেন্দ্রের মাধ্যমে বই পড়া কর্মসূচি চালু করা হল।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে বই পড়া কর্মসূচি শুরু করব। এদিন সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই নিয়ে ভ্রাম্যমাণ লাইব্রেরি বিদ্যালয় গেইটে পৌঁছলে বই পড়া কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বই পড়ে নিজেদের আলোকিত মানুষ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।