আনোয়ারা থানার ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের মোহাম্মদ ইদ্রিচ (৬৫) গত ৪ মে আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপিস কমপ্লেইন সেল, অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বরাবরে অভিযোগ দায়ের করেছিলেন। এ ব্যাপারে গত সোমবার দুপুরে তদন্ত শুরু হয়েছে। ওইদিন তিনি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচের বক্তব্য রেকর্ড করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

জানা যায়, সোমবার দুপুরে সহকারী পুলিশ সুপারের (আনোয়ারা সার্কেল) কার্যালয়ে চট্টগ্রামের এডিশনাল পুলিশ সুপার অভিযোগকারী মোহাম্মদ ইদ্রিচের বক্তব্য গ্রহণ করেন।

মোহাম্মদ ইদ্রিচ বলেন, ৮ এপ্রিল বিকাল পৌনে ৫টার দিকে বাড়ির পাশে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গেলে আমি মারধর ও হামলার শিকার হই। এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার অভিযোগ আমলে না নিয়ে উল্টো আমাকে নানাভাবে হয়রানি করেন। এ ব্যাপারে আমি ৪ মে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি’স কমপ্লেইন সেল, অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বরাবরে অভিযোগ দায়ের করি। সোমবার দুপুরে এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এএসপি সার্কেল অফিসে আমার বক্তব্য গ্রহণ করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ বলেন, বিষয়টি নিয়ে একজন এডিশনাল এসপি তদন্তে এসেছেন। ভুক্তভোগীর সাথে কথা বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মদের কারখানায় ডিবি পুলিশের হানা