আনোয়ারা গহিরা বখতিয়ার রোডে উন্নয়ন ও বৃক্ষরোপণ করা হোক

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

বন্দর নগরি চট্টগ্রাম আনোয়ারা গহিরা বখতিয়ার রোডের স্বাধীনতার ৫০ বছরেও কোনও উন্নয়ন হয়নি। হয়েছে শুধু মাটি ভরাটের কাজ। হয়নি কোনও পুল কালভার্ট নির্মাণ। উন্নয়ন হয়নি হচ্ছে না। ভবিষ্যতেও হবে কিনা তা বলা কঠিন। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে কিংবা উন্নয়নের মহাসড়কে গহিরা বখতিয়ার রোড ঠাঁই না পাওয়া চরম দুঃখজনক, লজ্জাজনক। গহিরার জন্য নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। দেশের ভূমির শতকরা ২৫% বনায়ন থাকা অপরিহার্য। আমাদের দেশে আছে মাত্র ১৭%। গহিরা উপকূলিয় প্রান্তিক জনপদ হিসেবে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের জন্য নিত্য সঙ্গী। তাই গহিরায় ছোট বড় প্রতিটি রাস্তা সড়ক লেইনে বৃক্ষরোপণ করা দরকার। বন ও পরিবেশ অধিদপ্তর, মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, গহিরা বখতিয়ার রোড সহ যেসকল রাস্তায় বৃক্ষরোপন হয়নি তাতে বৃক্ষরোপনের যেন উদ্যোগ নেওয়া হয়। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

মুহাম্মদ মনছুর

গহিরা, আনোয়ারা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রবাহ