আনোয়ারা কলেজে পিঠা উৎসব

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারা সরকারি কলেজে প্রথম বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উৎসবের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সিরাজী, অধ্যাপক মীর কাশেম চৌধুরী, উৎসব কমিটির সভাপতি কুমকুম খায়ের, ছাত্রনেতা ফারুক ইসলাম, বাবলু রাজ প্রমুখ।

জানা যায়, প্রথমবার আয়েজিত পিঠা উৎসবে টিউলিপ, রজনীগন্ধা, দোলনচাঁপা, নয়নতারা, শান্তু নিকুঞ্জ, শাপলা, ড্যাফোডিল, চন্দ্রমল্লীকা, পিউনিং, পিকুনিয়া, সন্ধ্যা মালতি ইত্যাদি নামে ১৫টি স্টল সাজানো হয়। প্রতিটি স্টলে ২০৩০ প্রকারের পিঠা প্রদর্শন করেন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষকশিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসব মুখরিত হয়ে উঠে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এই প্রথম আনোয়ারা সরকারি কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত বরণে বোধন আবৃত্তি পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধতাপসের কথা-সুরে মিমির গান