আনোয়ারা উপজেলা আ. লীগ নেতাসহ গ্রেপ্তার দুই, ৮ ভরি স্বর্ণ উদ্ধার

বিএনপি নেতার ঘরে ডাকাতি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর (৬৫) ও মো. মনির ওরফে সোলাইমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক অভিযানে আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজার ও নগরীর হাজারী লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মৃণাল ধরের কাছ থেকে ৮ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার মৃণাল কান্তি ধর আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা গ্রামের মৃত লাল মোহন ধরের ছেলে এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার মো. মনির ওরফে সোলাইমান আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আলী আকবর চেয়ারম্যান বাড়ির মৃত বকশ খানের ছেলে। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর আসামি মো. মনির ওরফে সোলাইমান আদালতে ডাকাতির ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাতের ঘটনায় মৃণাল ধরকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে লুন্ঠিত লুট হওয়া ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি গভীর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের বাসিন্দা বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিনের (৫০) বাড়িতে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। এ ঘটনায় গত ৩০ জানুয়ারি গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করার পর ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন থানায় ১৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচুয়েট ছাত্রলীগের ১৮ নেতাকে হল থেকে বহিষ্কার