আনোয়ারার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মাসুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ–সভাপতি আহাদ চৌধুরী রায়হান, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. হারুনুর রশিদ, আব্দুর রহিম, নাসির উদ্দিন সিকদার, মো. শফিউল আলম নুরী, মো. শাহাদাত হোসেন, রওশন আরা বেগম লাকী,শিক্ষক প্রতিনিধিদের মাঝে দেবাশীষ তালুকদার, এয়ার মোহাম্মদ ও শিল্পী রানী দাশ প্রমুখ। অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।