আনোয়ারার উত্তর ইছাখালীতে জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৪:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারার উত্তর ইছাখালীতে স্বামী জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রম ও গীতা বিদ্যাপীঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দুদিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ১ জানুয়ারি গীতাশ্রম প্রাঙ্গণে সম্পন্ন হয়।

জ্যোতিশ্বরানন্দ গীতাশ্রমের সভাপতি সুবল মল্লিকের সভাপতিত্বে ১ম পর্বের ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন স্বামী জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধক ছিলেন অধ্যাপক বনগোপাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ ধর্মীয় বক্তা ছিলেন প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন কাজল কান্তি দে, অশোক শীল, রায় গোপাল মল্লিক, মাস্টার রতন শীল। স্বাগত বক্তব্য দেন, উত্তম শীল। ডা. সুশান্ত শীলের সঞ্চালনায় বক্তব্য দেন, বাবুল সেন ও বাবুল সেন।

২য় পর্বে সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলগীতাপাঠ, দীক্ষাদান, গুরুপূজা, ভক্তি সঙ্গীতাঞ্জলি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএটা ব্যর্থতা নয়, জনগণের দুর্ভাগ্য বললেন রেলপুলিশের প্রধান
পরবর্তী নিবন্ধবিএনপির সন্ত্রাসীকাণ্ড নিয়ে ইসিতে আওয়ামী লীগের নালিশ