সরকারি অনুমোদন না থাকা ও স্বাস্থ্য অধিদপ্তরের ১০ নির্দেশনা মেনে প্রতিষ্ঠান পরিচালনা না করায় আনোয়ারায় ৬ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ অভিযান পরিচালনাকালে এ নির্দেশ দেন। ছয় চিকিৎসা প্রতিষ্ঠান হলো, বারশত সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক, শোলকাটা আনোয়ারা মা ও শিশু হাসপাতাল, দক্ষিণ বন্দর ডক্টরস পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার, চাতরী আমিন বিশেষায়িত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাতরী দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট–১, চাতরী স্টার ক্লিনিক্যাল ল্যাব। তাছাড়া অভিযানের খবর পেয়ে ছায়াপদ ক্লিনিক ও টাচ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যান সংশ্লিষ্টরা। আনোয়ারা মা ও শিশু হাসপাতালের পরিচালক এম.এ.কাইয়ুম শাহ বলেন, আমাদের প্রতিষ্ঠানে সব ধরনের অনুমোদন রয়েছে তারপরও কেন অভিযান পরিচালনা করা হয়েছে আমরা জানি না। দি ল্যাবএইডের পরিচালক মনির উদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠানে সকল ধরনের অনুমোদন রয়েছে। এবং আমরা মানসম্মত স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছি।
অভিযানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন না থাকা এবং স্বাস্থ্য অধিদপ্তরের ১০ নির্দেশনা মেনে প্রতিষ্ঠান পরিচালনা না করার দায়ে অভিযান পরিচালনা করে আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে ছায়াপদ ক্লিনিক ও টাচ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের দুই প্রতিষ্ঠান বন্ধ করে সংশ্লিষ্টরা পালিয়ে যান। এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারায় ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল গজিয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।