আনোয়ারায় ৩০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ৯:০৫ অপরাহ্ণ

আনোয়ারায় ছৈয়দ আবদুল জলিল (৫৫) নামের ৩০ বছরের এক পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুরে তাকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আনোয়ারা ও পটিয়া থানায় ৭ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সৈয়দ আব্দুল জলিল উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ছৈয়দ আবদুল জলিল (৫৫) নামের ৩০ বছরের পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ৫ টি ও পটিয়া থানায় ২টিসহ মোট ৭টি প্রতারণার মামলা রয়েছে। আজ বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় আওয়ামী লীগ নেতা রিপন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন সৈকতে ভেসে এল অজ্ঞাত যুবকের লাশ