আনোয়ারা উপজেলায় ২ বছর বয়সী শিশুকে চুরির চেষ্টাকালে এক নারীকে অবরুদ্ধ করে পুলিশে দিলো স্থানীয় জনতা। সোমবার (২১ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়ার জামাল কলোনিতে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ২ বছর বয়সী মোহাম্মদ আলী নামের এই শিশু বাইরে খেলছিলো। সেই সুযোগে এক নারী তাকে ডেকে কাছে আনার চেষ্টা করে যা আশপাশের লোকজনের নজরে আসে। পরবর্তীতে ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা এবং পুলিশ এসে অভিযুক্ত নারীকে আটক করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত নারী কলোনিতে বার-বার আসা যাওয়া করাতে আমাদের সন্দেহ হয়। বাচ্চাটিকে সে জোর নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে কয়েকবার। বিষয়টি আমাদের নজরে আসলে তৎক্ষণাৎ ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।