চট্টগ্রাম জেলার আনোয়ারায় গাড়ির অবৈধ হাইড্রোলিক হর্ণ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ণ ও ৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
তিনি জানান, আনোয়ারা উপজেলার টানেলের সামনে পি.এ.বি সড়কে গাড়ির অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি বাস থেকে ৬টি অবৈধ হর্ণ জব্দসহ তিন যানবাহনকে পৃথক ৩টি মামলায় ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। একই সময়ে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি দোকান থেকে আনুমানিক ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। প্রেস বিজ্ঞপ্তি।