আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে সাধারণ মানুষকে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং বৃদ্ধ ইসহাক ও এসকান্দরের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
গতকাল শুক্রবার বিকালে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে ধলারমার মসজিদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, আবদুল খালেক, মো. ইয়াছিন, মো. সোয়াইবুল ইসলাম, মো. শাহজাহান, ছালেহ আহমদ, আবদুস সবুর, কহিনুর আক্তার ও ছমেয়ারা খাতুন প্রমুখ।
এতে দুইশতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তারা বলেন, গত ২৫ জুন এলাকার বৃদ্ধ মো. ইসহাক ও এসকান্দর আলীর উপর একদল দুর্বৃত্ত হামলা ও রক্তাক্ত করে নিজেদের পরিচালিত একটি মাদ্রাসায় আগুন ধরিয়ে দেন। পরে এলাকার ২০–২৫ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।