আনোয়ারায় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়ার উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১১:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় ৫দিন ব্যাপী ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন। আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতায় অংশ নেন। ৫ দিনব্যাপী এ আয়োজনের সার্বিক কার্যক্রম পরিচালনায় রয়েছেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ফেরদৌস হোসেন। খেলা পরিচালনায় ছিলেন আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এনামুল হক, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, আজমত আলী, আজগর আলী, শহীদ উল্লাহ, নেজাম উদ্দীন,দীপন শীল,মো. আমিন, আবু ইউছুপ, রাকিবুল ইসলাম প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ফেরদৌস হোসেন জানান,প্রতিযোগিতায় উপজেলার ২৪ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী ৫ দিনব্যাপী অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাটমিন্টন, টেবিল টেনিস এবং ক্রিকেট অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযাদের হাতে উঠছে ‘শিল্পকলা পদক’
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন