আনোয়ারায় সিংহরা নাথ পাড়া লোকনাথ ধামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩ দিনব্যাপী গীতা পাঠ, অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম ও মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। উপজেলার চাতরি ইউনিয়নের সিংহরা নাথ পাড়া লোকনাথ ধামে গত ৬ মার্চ বৃহস্পতিবার শুরু হয়েছে। লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি পরেশ নাথ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জীব দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোকনাথ ধাম পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক অংশুমান নাথ। সিংহরা নাথপাড়া লোক নাথ ধাম ও স্টার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উষা কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস, মহা প্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাম লহরি পরিবেশন করেন রূপ সনাতন সমপ্রদায় সিলেট, গিরিধারী সমপ্রদায় চট্টগ্রাম, স্বামী ছিন্তাহারি সমপ্রদায় চট্টগ্রাম ও শ্রী মা বিশখা সমপ্রদায় খুলনা। অনুষ্ঠানে সনাতনী সমপ্রদায়ের বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত ছিলেন।