আনোয়ারায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

আনোয়ারায় সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে সকল শ্রেণীপেশার মানুষকে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রমজান আলী। প্রেস ব্রিফিং এ অংশ নেন আনোয়ারায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা, নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার পেনশন স্কিম চালু করেছে। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী যে কেউ এই পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। তবে আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়নি। একজন পেনশনধারী ব্যক্তি ৬০ বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের মনে ঈদ আনন্দ নেই
পরবর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চে সিপিডি অনুষ্ঠিত