আনোয়ারায় শাহসুফী সৈয়দ আবদুচ ছমদ শাহের ওরশ

| মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নে হযরত শাহসুফী সৈয়দ আবদুস ছমদ শাহের (রহ🙂 বার্ষিক ওরশ সম্প্রতি মাজার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হযরত শাহসুফী আবদুচ ছমদ শাহের (রহ🙂 বংশধর ও খাদেম হযরত সৈয়দ মুহাম্মদ নাজিম উদ্দীন ফকির (মা:জি:🙂। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টেশন রোডস্থ ফলমন্ডির ব্যবসায়ী ইমাম শেরে বাংলা (রহ🙂 সুন্নি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর মোহাম্মদদিয়া গাউসিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী (মা:জি::), প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউএস প্রবাসী মোহাম্মদ মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াকুব মাস্তান, আইনজীবী নাছির উদ্দিন, আব্দুর রহিম সওদাগর, মাওলানা আবু মুছা কাদেরী, শায়ের মাওলানা ওবায়েদ মোহাম্মদ তারেক রেজা, শায়ের শেখ মোহাম্মদ তোহা কাদেরী, শায়ের মোহাম্মদ জানে আলম কাদেরী, মোহাম্মদ এমরান হোসেন কাদেরী, মাওলানা মোহাম্মদ মহসিন রেজা কাদেরী, মোহাম্মদ নুরুল্লাহ মাহির কাদেরী, মোহাম্মদ ইকবাল হোসেন, শাইহান নূরী কাদেরী প্রমুখ।

পরিশেষে মিলাদ, কেয়াম ও তবারুক বিতরণের মাধ্যমে বার্ষিক ওরশ শরীফের সার্বিক কর্মকান্ড সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক কদলপুর : প্রথম চট্টগ্রাম বিজয়ী মুসলিম সেনাপতি কদল গাজীর স্মৃতি ও অধুনা মুসলিম চৌধুরী
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন হারুণ শাহের ওরশ ১৯ মে