আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন উপজেলার কালাবিবির দিঘির মোড়ের চায়না শিল্পজোন সড়কের মুখে অবস্থিত টানেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় ওই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ চাতরী চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত আফিয়া আইসক্রিম কারখানায় অভিযান চালান। এ সময় ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করার অপরাধে কারখানাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপ–পরিদর্শক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ জানান, চাতরি চৌমহনী বাজারে একটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।