আনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পরৈকোড়া স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওনক জাহান। রোটারি কমিউনিটি কোর এর সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, রাফি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুনীর চৌধুরী, মাইটিভির চট্টগ্রামের ব্যুরো প্রধান নুরুল কবির, রোটারি কমিউনিটি কোর এর উপদেষ্টা মাহফুজ আহম্মদ চৌধুরী, রাফি স্মৃতি টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, শেখ আবদুল্লাহ প্রমুখ। উদ্বোধনী খেলায় আনোয়ারা ক্রিকেট একাডেমি ১৯ রানের ব্যবধানে ভিংরোল ক্রিকেট একাদশকে হারিয়ে দেয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের মোহাম্মদ মিঠুন। খেলা পরিচালনা করেন আরাফাত,রাসেল, আতিক।