আনোয়ারায় বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দিল আরও এক পরীক্ষার্থী

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দিল আছমাউল হুসনা নামের এক পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সকালে বরুমচড়া গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার এই পরীক্ষার্থী উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসায় আছমাউল হুসনা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করে।

আছমাউল হুসনা বরুমচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোলায়মানের কন্যা। গত বুধবার রাত সাড়ে ১২টায় সোলায়মান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এতে তার পরিবারের শোকের ছায়া নেমে আসে। গতকাল বেলা ১১টায় আসমাউল হুসনার বাবা মোঃ সোলায়মানের মরদেহ পারিবারিক কবরস্‌হানে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য জানান, নিহত সোলাইমান পেশায় একজন কৃষক। বুধবার রাত সাড়ে বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। গতকাল সকালে তার মেয়ে আসমাউল হুসনা ঘরে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দেয়। এসময় মেয়েটি বারবার কান্নায় ভেঙে পড়ে।

উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি রিপা আকতার নামের এক পরীক্ষার্থী বাবা আহমদ নবীর (৪৫) লাশ ঘরে রেখে বটতলী এস এম আউলিয়া কেন্দ্রে পরীক্ষা দেয়।

পূর্ববর্তী নিবন্ধবেইলি রোডে আগুন, নিহত ৪৪
পরবর্তী নিবন্ধজুমের ফসল ঘরে তোলার উৎসব ম্রো জনগোষ্ঠীর