আনোয়ারায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা প্রদান করেছেন সাংবাদিক তৌহিদুল আলম চৌধুরী। গতকাল সোমবার উপজেলার আব্দুল জলিল মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার মাধ্যমে সিসিটিভি ক্যামরা প্রদান করা হয়। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, সাংবাদিক এম আনোয়ারুল হক, সাংবাদিক নুরুল ইসলাম, মোজাম্মেল হক, হুমায়ুন কবির শাহ্ সুমন, জাহিদ হাসান, হোসেন মো.ইকবাল, ইউপি সদস্য হাসান তারেক উপস্থিত ছিলেন। এসময় তৌহিদুল আলম চৌধুরী বলেন,আসন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় আমি ব্যাক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা প্রদান করেছি। যাতে দুর্গোৎসবে কেউ অপরাধ সংঘটিত করতে চাইলে তাদের সনাক্ত করা যায়।