আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজিম উদ্দিন (২৫), মো. আব্দুস ছালাম (৫০), মো. মনির উদ্দিন (২১) ও মো. হাসান (৬০)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিশেষ অভিযানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা, পুলিশের ওপর হামলা ও মাদক মামলার ৪ আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।











