আনোয়ারায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ রাইয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহালাম মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইউনিয়নের মেহের বাপের নতুন বাড়ির মোহাম্মদ রাসেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, পুকুরে ডুবে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।