আনোয়ারায় পরৈকোড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারার পরৈকোড়ায় দোলযাত্রা ও হরি মন্দিরের ১২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৫ মার্চ মন্দির প্রাঙ্গণে সম্পন্ন হয়। কর্মসূচিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, অন্নপ্রসাদ আস্বাদন। উৎসব উদযাপন সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে ও কার্যকরী পরিষদ সহসভাপতি নীলকান্ত দাশের সঞ্চালনায় ধর্মসম্মেলনের উদ্বোধন করেন প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন হারাধন দাশ। প্রধান অতিথি ছিলেন টাষ্টি দীপক কুমার পালিত। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুজিত কুমার দাশ, অজিত দাশ, সুজিত সরকার, প্রদীপ কুমার ধর, সুজিত দাশ, সুজিত সরকার ,অ্যাড. খোকন আইস, দুলাল দাশ, চন্দন দাশ, কাজল মিত্র,মাস্টার শম্ভুনাথ চক্রবর্ত্তী, প্রদীপ মল্লিক ,সুনীল দাশ আকাশ, সঞ্জীব বোস, সুমন দাশ,পিন্টু দাশ আদর, রুমন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবড়লিয়ায় গাউসিয়া কমিটির ইফতার মাহফিল