আনোয়ারায় রাতের আঁধারে এলাকায় সহিংসতা করতে এসে সেনাবাহিনী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মাইক্রোতে করে একদল দুর্বৃত্ত উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ও পশ্চিম কন্যারা এলাকায় সহিংসতা করার চেষ্টা করে। এ সময় একটি দেশীয় বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ইমন দত্ত (২৩) জানায়, সোমবার রাতে আমরা স্থানীয় কয়েকজন পশ্চিম কন্যারা পূর্ব সিংহরা গ্রামের সুয়া পুকুর পাড়ের পাশে বসা ছিলাম। এ সময় একটি মাইক্রো গাড়ি নিয়ে একদল লোক এসে ঘুরে যেতে চাইলে আমরা তাদের পরিচয় জিজ্ঞেস করি। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে আমরা সেনাবাহিনীকে খবর দিলে দুর্বৃত্তরা তাদের সাথে থাকা অস্ত্র বাহির করে ফায়ার করে পালিয়ে যায়। এ সময় গাড়ির জানালা দিয়ে ফায়ার করার সময় স্থানীয়দের লাঠির আঘাতে একজনের হাত থেকে একটা অস্ত্র সড়কে পড়ে যায়। পরবর্তীতে অস্ত্রটি সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়। আনোয়ারায় দায়িত্বরত সেনাবাহিনী জানায়, স্থানীয় সূত্রে খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় এলাকাবাসী এবং সেনাবাহিনীর ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা ফায়ার করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের লাটির আঘাতে একটা লোকাল শর্ট গান ও একটি বিদেশি কাতুজ পড়ে যায়।