আনোয়ারায় আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি সভা ও নবগঠিত পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের এডহক কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সাগর মিত্রের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রদীপ ধর। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, নুর আলী, এডভোকেট মোহাম্মদ কায়সার, কল্লোল সেন, হরিপদ চৌধুরীর বাবুল, লায়ন অজিত নাথ, তাপস বল, রুপেশ সরকার, অনুপম চক্রবর্তী, ডা সন্তোষ দে, গৌতম দাশ, কাজল বোস, অনুপ দাশ, রনি বল, পলাশ মিত্র, দিপু দত্ত, পলাশ দত্ত, দীপন দত্ত, শাপলু মিত্র, অসীম দাশসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্টানের শুরুতে চণ্ডীপাঠ করেন রাজীব নাথ ।