আনোয়ারায় দুইজন সিএনজি অটোরিকশা চোরকে হাতেনাতে ধরে গণপিঠুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমহনী বাজারে সিএনজি অটোরিকশা চুরি করার সময় তাদের ধরে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃতরা হল, স্থানীয় চাতরী এলাকার বাসিন্দা মো. হোসেনের পুত্র মো হাসান (২৫) ও মৃত শাহ আলমের পুত্র শাহজাহান(২৬)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চাতরী বাজারে একের পর এক সিএনজি চুরির ঘটনা ঘটলেও চোর ধরা সম্ভব হচ্ছেনা। এবার জনতা পাহারা দিয়ে তাদের ধরেছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, দুপুরে দুইজন সিএনজি অটোরিকশা চোরকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।