Home সংবাদ আনোয়ারায় দুই গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত না করার দাবিতে স্মারকলিপি

আনোয়ারায় দুই গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত না করার দাবিতে স্মারকলিপি

0
আনোয়ারায় দুই গ্রামকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত না করার দাবিতে স্মারকলিপি

চাতরি ইউনিয়নের ডুমুরিয়া ও রুদুরা গ্রামকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত না করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে স্মারকলিপি দিয়েছেন সদর ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। গত বুধবার দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান কারলে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর আলী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ কায়সার, উৎপল শীল, দেবাশীষ নন্দী, নন্টু চৌধুরী, রানা মিত্র, হাবিবুর রহমান চৌধুরী, যীশু দাশ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার পরবর্তী সময়ে আনোয়ারা সদর ইউনিয়ন খিলপাড়া, বোয়ালগাঁও, ধানপুরা, আনোয়ারা (সদর), বিলপুরসহ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। এই ইউনিয়নে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সমপ্রীতির পরিবেশ বিরাজ করছে।

নতুন করে অন্য কোনো গ্রাম সংযুক্ত হলে তাতে আইনগত জটিলতা, উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন হওয়া ছাড়াও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তাছাড়া ইউনিয়নের ৩০ হাজার মানুষের ঐক্যসম্প্রীতি ক্ষণ্ন হবে।