আনোয়ারায় তিন চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ (শোকজ) করার পর এবার চিঠি দিয়ে সতর্কও করা হলো। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী (দোয়াতকলম), আব্দুল মন্নান চৌধুরী (মোটর সাইকেল) ও কাজী মোজাম্মেল হককে (আনারস) সতর্ক করা হয়। এর আগে গত সোমবার জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে শোডাউন করার কারণে নির্বাচনী বিধিমালা ২০১৬, বিধি৫ লংঘনের দায়ে প্রার্থীদের কারণ দর্শানো নোটিশ দেন রিটার্নিং অফিসার।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ জানান, নির্বাচনী আচরণবিধি লক্সঘনের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদানের পর আর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রার্থীদের চিঠি দিয়ে সতর্কও করা হলো। এরপরও যদি প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চিঠি প্রার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা।

পূর্ববর্তী নিবন্ধ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্টস গ্রুপ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে: আহসান হাবিব