আনোয়ারায় তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৬ মে, ২০২৫ at ১২:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিনদিনব্যাপী “ভূমি সেবা সপ্তাহ-২০২৫” এর উদ্বোধন হয়েছে। রবিবার (২৫ মে) সকালে ভূমি অফিস প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও তাহমিনা আক্তার বলেন, “ভূমি সংক্রান্ত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সরকার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিস থেকে জমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে আবেদন ও সেবাপ্রাপ্তি সম্পর্কিত পরামর্শ প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।

সেবা গ্রহীতারা জানান, ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি রোধে এমন কার্যক্রম অত্যন্ত সহায়ক। তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

এই উদ্যোগের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল সেবার সুফল পৌঁছে দেওয়ার আশা করছে উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধমাতৃময় বন্দনার গীতা বিদ্যাপীঠের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধভূমি অফিস হয়রানির শিকার হলে সরাসরি আমাকে জানাবেন-হাটহাজারী ইউএনও