আনোয়ারায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান (৪৫) ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আনোয়ার (৩০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের হলিদারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান ও আনোয়ারের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বটতলী হলুদিয়া পাড়াসহ বিভিন্নস্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী আব্দুর রহমানের বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহমান ও ডাকাত মো. আনোয়ারকে গ্রেপ্তার করে। এ সময় ১৭৫ পিস ইয়াবা, ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রয়ের সরঞ্জাম, ২টি র্স্মাটফোন, ১টি বাটন ফোন এবং ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আব্দুর রহমান একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আর মো. আনোয়ারও পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে।