আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত আড়াইটার সময় উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা–পেস্কারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮), মো. নুরু উদ্দিন (৩২), পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) ও বরগুনা জেলার মো. নয়ন (২২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম কৈনপুরা–পেস্কারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজিতে করে পালানোর সময় ৪ ডাকাতকে আটক করে। এ সময় কালো রংয়ের হাইসে থাকা আরো ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, হাতুড়ি এবং চুরি ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।