আনোয়ারায় জাতীয় নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ইছাখালীতে মতবিনিময় ও নুরুল উলুম দারুল কুরআন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আনোয়ারা নাগরিক কমিটির সদস্য ও সমম্বয়ক ওবায়দুর রহমান আবছার বলেন, বিগত ১৫ বছর মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, আমরা সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এতে আনোয়ারা উপজেলা নাগরিক কমিটির সদস্য এবং জেলা ও দায়রা জজ আদলত চট্টগ্রামের সরকারি এপিপি: এডভোকেট কাইসার, জাতীয় নাগরিক কমিটি আনোয়ারা উপজেলার সদস্য প্রকৌঃ মোহাম্মদ হাবিব উল্লাহ ও মোঃ দেলোয়ার হুসেনসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর পূর্বে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আনোয়ারা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধর‌্যানকন এর ‘গ্রিনউড’ প্রকল্প হস্তান্তর