আনোয়ারায় ছু রি কা ঘা ত করে ব্যবসায়ীর টাকা ছি ন তা ই

মোঃ সোহেল, আনোয়ারা | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ১:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় বাড়ি ফেরার পথে মোহাম্মদ কলিমউল্লাহ নামের ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা নিয়ে গেছেন দুর্বৃত্তরা।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ের ১০ টার দিকে চাতুরী ইউনিয়নের শাহ ই দরবার ইসলামি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী চাতুরী ইউনিয়নের রুদুরা গ্রামের মৌলানা মুজাম্মেল হকের ছেলে মোহাম্মদ কলিমউল্লাহ (৩০)।

তিনি আনোয়ারা উপজেলা আনোয়ারা সদরে গনি মার্কেটের সামনে কচিকাঁচা গোষ্টি সংলগ্ন কুদ্দুসশাহ পুস্প বিতানের সামনে মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন।

প্রতিদিনের ন্যায় সাইকেলে চালিয়ে বাড়ি ফেরার পথে শাহ ই দরবার ইসলামি কমপ্লেক্সের সামনে এলে ছিনতাইকারীরা পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন পরে তাকে ছুরি দিয়ে শরীরের নানা অংশে আঘাত করে মোবাইল ব্যাংকিংয়ের ৫টি মোবাইল ও নগদ ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসীরা থাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহত কলিমউল্লাহ বলেন, আমি ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল করে ৩ জন যুবক পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেন। তারপর আমাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহমিদা বলেন, ছুরিকাঘাতে একজন আহত রোগী আসলে আমরা তাকে চিকিৎসাসেবা দিই।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পরিবেশ ক্ষতিকর প্রকল্প বন্ধে বৈশ্বিক প্রতিবাদ সপ্তাহ পালিত
পরবর্তী নিবন্ধসৎ মাকে ছুরিকাঘাতে খুন