আনোয়ারায় প্রায় দুই লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মোতলেব মাস্টারের বাড়ির মো. শাকিলের মালিকাধীন গরু দুটি চুরি হয়।
ক্ষতিগ্রস্ত গরু মালিক মো. শাকিল বলেন, শনিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত গোয়াল ঘরের দেয়াল ভেঙে আমার দুই লাখ টাকার বেশি মূল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে।
আনোয়ারা থানার ওসি জানান, গরু চুরির বিষয়ে ক্ষতিগ্রস্ত গরু মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে এ ব্যাপারে পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।