আনোয়ারায় রাধাকৃষ্ণ যুগল গীতা সংঘের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী গীতা যজ্ঞ ও ধর্মসভা নানা কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়। সংঘের সভাপতি বিশ্বজিৎ দত্ত কিশোরের সভাপতিত্ব ও দেবদাস দত্ত অডিটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আর কে দাশ রুপু। অনুষ্ঠান উদ্বোধন করেন আনোয়ারা রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সহ–সম্পাদক প্রণব দাশগুপ্ত। বক্তব্য রাখেন সাগর মিত্র, প্রদীপ ধর। বস্ত্র বিতরণ করেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল সেন গুপ্ত।প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তম চক্রবর্তী, চাঁন হরিমন্ডল, প্রিয়তোষ সরকার, পরিমল দত্ত, গৌতম দাস, রাজীব শীল মহাজন, ইউপি সদস্য সুমন মিত্র। স্বাগত বক্তব্য রাখেন রাধাকৃষ্ণ যুগল গীতা সংঘের সাধারণ সম্পাদক রাম প্রসাদ চৌধুরী। ২দিনব্যাপী এই অনুষ্ঠানে মহানাম যজ্ঞ, ধর্মসভা, বস্ত্রবিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।