আনোয়ারায় গাড়ি চালককে মারধর করে ‘লুট’, ভিডিও ভাইরাল

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মো. ওসমান গণি (২৪) নামে এক গাড়ি চালককে মারধর করে টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার আনোয়ারা হাসপাতালের পশ্চিমে আনোয়ারাবরকল সড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যানজট ও আতংক তৈরি হয়। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ব্যাপারে ঘটনার শিকার ওসমান গণি ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ঘটনার শিকার মো. ওসমান গণি বলেন, রোববার সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী হঠাৎ আমার ওপর হামলা চালিয়ে আমাকে প্রকাশ্যে মারধর করে। এ সময় হামলাকারীরা আমার স্কেভেটরের ভাড়ার টাকা ৪৫ হাজারসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর পর সেনাবাহিনীর টহল দল এসে উপস্থিত হলে আমি প্রাণে বেঁচে যাই।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্মের সাথে ধর্মের সমন্বয় করতে হবে
পরবর্তী নিবন্ধসফল ব্যবসায়ী হতে হলে সততার সাথে ব্যবসা করতে হবে