চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রুপের সংঘর্ষে আহত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানকে দেখতে গেলেন অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।
৮ জুন (শনিবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মান্নানের শয্যা পাশে দাঁড়িয়ে শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান, যুবলীগ নেতা ব্যবসায়ী মোজাম্মেল হক, অর্থ প্রতিমন্ত্রীর পিএস আরডি রাহুল, মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুসহ প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বন্দর সেন্টার এলাকায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত মিছিলকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত হন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাংবাদিক, পুলিশসহ আরও ১৭ জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন ধরনের মামলা হয়নি।