আনোয়ারায় অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম গঠন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় চুরি ডাকাতি বন্ধসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে বিশেষ টিম গঠন করা হয়েছে। গতকাল রোববার থেকে এ টিমের সদস্যরা উপজেলার ১১ ইউনিয়নের বিশেষ এলাকাসমূহে দুষ্কৃতকারীদের চলাফেরাতে নজরদারি ও অপরাধ দমনে মাঠে থাকবেন বলে জানিয়েছেন পুলিশ। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আনোয়ারায় চুরি, ছিনতাই, ডাকাতি চাঁদাবাজি, সন্ত্রাসীসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের স্পেশাল টিম মাঠে কাজ করছে। গত এক সপ্তাহে অনেক অপরাধী পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে। পুলিশের গৃহীত পদক্ষেপে দল মত নির্বিশেষে সব মহল স্বাগত জানিয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু চুরিসহ সব ধরনের অপরাধ বন্ধ করতে গতকাল থেকে বিশেষ টিম কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধচবির ৫ম সমাবর্তন নিয়ে প্রশাসনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য বিক্রয়ের কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র