নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচে মুগ্ধ করেছেন আনসু ফাতি। ম্যাচ শেষে ‘একটু একটু’ করে আরও উন্নতির কথা বললেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। জানালেন, বেড়ে উঠতে তাকে বিভিন্নভাবে সাহায্য করছেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি। ফাতির জোড়া গোলে রোববার লা লিগায় ভিয়ারিয়ালকে ৪–০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ফাতি জানালেন, মেসির সঙ্গে খেলে স্বপ্ন পূরণ হওয়ার কথা। ‘আমি যখন ছোট, তখন থেকেই লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন ছিল এবং এখন আমি তার সঙ্গে খেলতে পারি। সবসময় তিনি আমাকে সাহায্য করেন, পরামর্শ দেন এবং এজন্য আমি খুব খুশি। কেবল মাঠে নয়, অনুশীলনেও তিনি অনেক সাহায্য করেন।’