বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জের মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বাহিনীর উপ-মহাপরিচালক মো. শাহবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফয়’সলেকস্থ অফিসার্স মেস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ স্ব-স্ব দপ্তরের কর্মকাণ্ড সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন। সভাপতির বক্তব্যে উপ-মহাপরিচালক মো. শাহবুদ্দিন বলেন, আনসার-ভিডিপি আইন-শৃঙ্খলা রক্ষায় দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী। এ বাহিনীর মূল লক্ষ হল আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের সেবা তথা দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাওয়া। জাতীয় উন্নয়নে সরকারের উন্নয়ন কর্মীর প্রতীক হিসেবে তৃণমূল পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপির প্রত্যেক সদস্যকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রেঞ্জ সভা শেষে ২৯ আনসার ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদস্য সত্যলাল মালীকে ল্যান্স নায়েক হিসেবে পদোন্নতি র্যাক ব্যাজ পরিয়ে দেন উপ-মহাপরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।